সমাজের আলো : কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন স্থানে দেয়া ব্যানার পোস্টার ছিড়ে দেয়ার অভিযোগ উঠেছে । তার কর্মীদের প্রতিনিয়ত মারপিট ও হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় থানা, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ও তার সমর্থকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যন প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে একমাত্র প্রতিপক্ষ নৌকার প্রার্থী শেখ রিয়াজ উদ্দীনের নির্দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সহিংস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী নীলকন্ঠপুর গ্রামের ফিরোজ হোসেন লস্কার (৪৫), আলাউদ্দীন মোড়ল (৩৬), রবিউল ইসলাম, বন্দকাটী গ্রামের হাফিজুর রহমান ওরফে হাফি (৩৭), আরিফুল ইসলাম (৩০) সহ আরও ৩/৪জন সঙ্গবদ্ধ হয়ে ১১ নভেম্বর রাত ৮ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মুকুন্দপুর চৌমুহনী বাজারে নিউমার্কেটের সামনে জাহাঙ্গীর আলমের কর্মী জয়পত্রকাটি গ্রামের আশরাফুল ইসলামকে (৩৬) অকথ্য ভাষায় গালিগালাজ, চড়, কিল, ঘুষি মারে। এসময় বলে, তুই চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করলে তোকে প্রাণে মেরে তোর কলিজা হাতে নিয়ে ঘুরব। এরপর ১২ নভেম্বর রাত ৯ টার দিকে জাহাঙ্গীর আলমের বাড়িতে নির্বাচনী বৈঠক চলাকালীন উল্লেখিত সন্ত্রাসীরা বাড়ির সামনে রাস্তার উপরে সশস্ত্র অবস্থায় মহাড়া দেয় ও বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। ১৩ নভেম্বর রাত ১০ টার দিকে চৌমুহনী বাজারে জাহাঙ্গীর আলমের দোকানের সামনে আনারস প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *