সমাজের আলো : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়।নিহত সবাই অটোরিকশার যাত্রী।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন

