সমাজের আলো: স্ত্রী স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী শাহেদা খাতুনকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে আশাশুনি উপজেলার প্রতাপনগরে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম আরশাদ আলী গাজী (৫০)। তিনি প্রতাপনগর গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে আরশাদ গাজী তার স্ত্রী শাহেদা খাতুনকে একটি তুচ্ছ ঘটনায় বকাবকি করলে তার স্ত্রী পাশে থাকা ইট দিয়ে তার স্বামীর মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করেছেন।

