সমাজের আলো : ঢাকার ধামরাইয়ে ইসরাফিল (৩৫) নামের এক যুবককে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন চালিয়েছে বালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন চেয়ারম্যান মজিবর রহমানের অনুসারীরা। আধিপত্য বিস্তার নিয়ে গতকাল সোমবার বিকেলে ধামরাইয়ের বাস্তা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। গুরুতর আহত ইসরাফিলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ইউনিয়নের দুনীগ্রাম ও সূত্রাপুর গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, ধামরাই কৃষক লীগের সভাপতি ও বালিয়া ইউনিয়নের বিদায়ি চেয়ারম্যান আহম্মদ হোসেনের অনুসারী আব্দুল গণি ও ইসরাফিলের সঙ্গে ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আব্দুল গণি ও ইসরাফিল কয়েক মাস এলাকাছাড়া।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *