যশোর অফিস : যশোর শহরের কেশবলাল সড়কের জ্যোতি ইলেক্ট্রনিক্সের মালিক দেবেন্দ্রনাথ ভাষ্করের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন করেছেন মুড়লি জোড়া শিব মন্দিরের সেবায়েত ও সভাপতি অখিল কুমার চক্রবর্তী। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।

অভিযুক্ত দেবেন্দ্রনাথ ভাষ্কর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের জ্যোতিন্দ্রনাথ ভাষ্করের ছেলে।শহরের বেজপাড়া মেইন রোডের মৃত অনিল কুমার চক্রবর্তীর ছেলে অখিল কুমার চক্রবর্তীর অভিযোগ, তিনি মুড়লি জোড়া শিব মন্দিরের সেবায়েত। আসামি দেবেন্দ্রনাথ ভাষ্কর নিজেকে ওই মন্দিরের সদস্য সচিব হিসেবে দাবি করেছেন, যা সত্য নয়। গত ১১ অক্টোবর বেলা ১১টার দিকে আসামি দেবেন্দ্রনাথ ভাষ্কর বেজপাড়া পূজা মন্দিরের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে মামলাবাজ, ষড়যন্ত্রকারী, জমি দখলকারী ও অর্থ আত্মসাৎকারী ইত্যাদি নিন্দাজনক কথা বলেন। এ খবর পেয়ে অখিল কুমার চক্রবর্তী সেখানে গিয়ে এর প্রতিবাদ করলে দেবেন্দ্রনাথ ভাষ্কর প্রকাশ্যে তাকে খুন জখমের ভয় দেখান। সেই সাথে তাকে হীন চরিত্রের লোকও বলেন। এ সব কারণে তার সম্মানের হানি ঘটেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *