সমাজের আলো: ভোক্তাদের স”ঙ্গে প্রতারণার দায়ে থাইল্যান্ডে এক রেস্তোরাঁ দুই মালিককে ১ হাজার ১৪৬ বছর কারা’দ’ণ্ড দিয়েছেন দেশটির আ’দালত। দোষী রেস্তোরাঁ মালিক প্রায় ২০ হাজার মানুষের স”ঙ্গে থাই মুদ্রায় ৫ কোটি বার প্রতারণা করে
।থাইল্যান্ডের এ ঘটনা নিয়ে বিবিসি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি সময় নিউজের পাঠকের জন্য তুলে ধ’রা হলো।গত বছর লায়েমগেট সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ অনলাইনে অগ্রিম অর্থ দিলে ছাড়ের সুযোগ দিয়ে খাওয়ার এক লোভনীয় অফার দেয়।থাই সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে সংস্থাটি পরে জানায় এত লোকের চাহিদা মেটাতে তারা অক্ষম এবং তারা রেস্তোরাঁটি বন্ধ করে দেয়।কয়েকশ মানুষ অ’ভিযোগ জানানোর পর রেস্তোরাঁর দুই মালিক আপিচার্ট বোওয়ার্নবানচারাক এবং প্রাপাস্যর্ন বোওয়ার্নবানচাকে গ্রে’ফতার করা হয়।থাইল্যান্ডে প্রতারণার অ’ভিযোগে দোষী সাব্যস্ত হলে দীর্ঘ মেয়াদে কারা’দ’ণ্ড খুব অস্বাভাবিক ঘটনা নয়। বিশেষ করে যেখানে এত মানুষ অ’ভিযোগ জানিয়েছে।কিন্তু থাই আইনে জনগণের স”ঙ্গে প্রতারণার অ’ভিযোগে সর্বোচ্চ কারা’দ’ণ্ডের মেয়াদ বিশ বছর।মালিক দুজনকে ভুয়া বার্তা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেবার অ’ভিযোগে গ্রে”প্ত ার করা হয়।
তারা ৭২৩টি ভিন্ন অ’ভিযোগে দোষী সাব্যস্ত হয় এবং তাদের দুজনকেই ১,৪৪৬ বছর করে কারা’দ’ণ্ডে দ’ণ্ডিত করা হয়।
