সমাজের আলো : কেরালকাতা ইউনিয়নের কাজিরহাটের পুটুনি পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম পরিদর্শন করলেন পারস্পরিক শিখন কর্মসূচীর ১৩ সদস্য বিশিষ্টর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৫নভেম্বর) দুপুরে ওই প্রতিনিধিদল কেরালকাতা ইউনিয়ন পরিষদের আসেন। সেখানে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলীর সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল-আমীন, তালা উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, তালার ধানদিয়ার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সরুলিয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, তালার বেসরকারী সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, সুরলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী, বেসরকারী সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র উপজেলা ফ্যাসিলিটেটর সোহেল মাহমুদ, খলিলনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ধানদিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফারুক হোসেন, তালা ইউনিয়ন পরিষদের সচিব শাহানারা খাতুন, খলিলনগর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম প্রমূখ। পরে ১কোটি ৮৮লক্ষ ৬৭ হাজার টাকার নির্মানাধীন পুটুনী গ্রামস্থ আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহ পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী বলেন-আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহ পাইপ ওয়াটার সাপ্লাই শুরু হলে এই ইউনিয়নের পুটুনী, দরবাসা, ফাজিলকাটি, নাকিলা ও কাউরিয়া গ্রামের আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব থাকবে না। তিনি আরো বলেন-প্রাথমিক অবস্থায় ৫০০ পরিবার এই পানির সুবিধা পাবেন। প্রতি লাইনে পানি ব্যবহারের পরিমাণ নির্ণয় করা জন্য মিটার থাকবে এবং ইউনিয়ন পরিষদ কর্তৃত নির্ধারিত হারে মাসিক ভিত্তিতে গ্রাহককে টাকা দিতে হবে। উক্ত টাকা ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে জমা থাকবে। জমাকৃত টাকা থেকে পানি সরবরাহের কাজে নিয়োজিত পাশ্প অপারেটর, কম্পিউটার অপারেটর, মিটার রিডার, রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত সুপার ভাইজার এবং ম্যাকানিক এর বেতন দেয়া হবে।
অপরদিকে কলারোয়ার হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হন পারস্পরিক শিখন কর্মসূচীর ১৩ সদস্য বিশিষ্টর ওই প্রতিনিধি দল। সেখানে আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদর ৫০০শ পরিবারকে পরিবেশ বান্ধব বন্ধু চুলার স্কীম দেখতে স্থানীয় ৩টি বাড়ী পরিদর্শন করেন এবং ঘরে দেখেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-ইউপি সদস্য আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, কামরুজ্জামান, খায়রুল ইসলাম প্রমুখ। প্রতিনিধিদল হেলাতলা ইউনিয়ন পরিষদের কার্যক্রম দেখে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন একইসাথে ইউনিয়ন পরিষদের বন্ধু চুলার স্কীম দেখতে সন্তোষ প্রকাশ করেন।

 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক