সমাজের আলো : গণপরিবহনে ভাড়া নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনের কাছে চলন্ত বাস থেকে এক স্কুল শিক্ষককে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।শনিবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে রেল স্টেশনের বিপরীতে অক্সিজেন থেকে নিউমার্কেটগামী বাস থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।ঘটনায় আহত রহমত উল্লাহ নগরীর হাবিবুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে নগরীর মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সেখানকার জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে।
রহমত উল্লাহর স্ত্রীর বড়ভাই মো রুবেল বলেন, তিনি বাসে করে যাবার সময় ভাড়া নিয়ে বিরোধ হয় বলে আমাদের জানিয়েছেন।
তিনি আরও বলেন, এক পর্যায়ে পুরাতন রেল স্টেশন স্টপেজে আসলে নামার সময় বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *