সমাজের আলো : আশাশুনি উপজেলার প্রতাপনগরে এক গৃহবধুকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় বাঁধা দেওয়ায় স্বামী রবিউল ইসলামকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতাপনগর গ্রামের রবিউল ইসলামের স্ত্রীকে একই গ্রামের গোলজার গাজীর পুত্র সাহেব আলী গাজী প্রায় সময় কুপস্তাব দিয়া আসছিল। এতে রাজী না হওয়ায় সে ব্যর্থ হয়ে পথে ঘাটে বিভিন্ন জায়গায় উত্যক্ত করতে থাকে।

একপর্যায় ঐ গৃহবধূ এলাকার জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার স্বামী রবিউল ইসলাম জানালে সে ক্ষিপ্ত হয়ে তাকে অপহরন করার হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন রাতে গৃহবধু রান্না ঘর থেকে ঘরে আসার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা উত্যাক্তকারী সাহেব আলী গাজী হঠাৎ ঐ গৃহবধুকে হাত ধরে টানা হেচড়া করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গৃহবধু এসময় চিৎকার করতে থাকলে তার স্বামী শুনতে পেয়ে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করলে সাহেব আলী গাজী তাকে মারপিট করে আহত করে। এসময় আশপাশের লোকজন খবর পেয়ে চারিদিক থেকে আসতে থাকলে সাহেব আলী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধরা পড়ে। তাকে আটকে রেখে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলে তারা তার পরিবারেকে ডেকে এনে লিখিতভাবে তার পিতা গোলজার গাজীর কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিয়ে পরের দিন সকাল বেলা আবারও একই রকম আচরন ও গালিগালাজ করতে থাকলে ঐ গৃহবধূ বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ অভিযোগ পেয়ে এএসআই হালিমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে ঘটনার সত্যতা পেলে অপরাধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি এ প্রতিবেদকে জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *