কলারোয়া প্রতিনিধি:  কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের পিতা মরহুম ডাঃ আব্দুল করিম সরদারের ১৬তম মৃত্যুবার্ষিকীতে মসজিদে-মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ডাঃ আব্দুল করিম সরদার ২০০৫ সালের এই দিন মৃত্যবরণ করেন। মরহুমের জ্যেষ্ঠ পুত্র ফিরোজ আহম্মেদ স্বপন জানান, মরহুম পিতা আব্দুল করিম সরদারের মৃত্যুবার্ষিকী প্রতিবছর বড় পরিসরে পালন করা হয়। কিন্তু  এ বছর করোনার কারণে ১৬তম মৃত্যুবার্ষিকী স্বল্প পরিসরে গ্রামের বাড়ি এলাকার সকল মসজিদে-মসজিদে দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়েছে। তিনি মহান আল্লাহ পাক রাব্বুল আল-আমীন’র দরবারে প্রয়াত পিতার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, ডাঃ আব্দুল করিম সরদার মৃত্যুর পূর্ব পর্যন্ত এলাকার মানুষের চিকিৎসা সেবা, সমাজসেবা, শিক্ষা ক্ষেত্রেসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখে গেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *