সমাজের আলো: শুক্রবার সাতক্ষীরা সদরের দেবনগর এবং মথুরাপুর, শেখপাড়ার দুটি বাসা লকডাউন করা হয়।
সদর থানার কুইক রেসপন্স টিমের সদস্যরা লকডাউন করে।
করোনা রোগী সেলিম এবং তার মা এর বাসার ঠিক পেছনে অবস্থিত তাদের প্রতিবেশী এবং সেলিমের বন্ধু সাগর COVID-19 Positive শনাক্ত হওয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধকল্পে লকডাউন করে দেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ জনাব আসাদুজ্জামান এবং এসআই (নিঃ) আহমদ আলী লকডাউন এর সকল ব্যবস্থা সম্পন্ন করেন। এ সময় সাগরকে সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করার এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। একই সাথে এলাকার অন্য কেউ যেন করোনা সংক্রমিত না হন, সে ব্যাপারে এলাকাবাসীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করাসহ সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।যুব উন্নয়ন অফিস, সাতক্ষীরায় আইসোলেশনে থাকা করোনা আক্রান্তের মথুরাপুর, শেখ পাড়াস্থ বাসাটিও এলাকাবাসীর স্বার্থে লকডাউন করা হয়।
লকডাউনের বিষয়টি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন নিশ্চিত করেছেন।

