তালা প্রতিনিধি : নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই শ্লোগান সামনে রেখে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে তালা উপজেলার খানপুর বাজারে পল্লী সমাজের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। খানপুর পল্লী সমাজের সভানেত্রী সন্ধ্যা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লী সমাজের সেক্রেটারী শিখা রানী দাস, ক্যশিয়ার স্বপ্না রানী দাস, ব্র্যাকের অ্যাসিস্ট্যান্ট অফিসার সেলপ মোরশেদা আক্তারসহ পল্লী সমাজের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

