সমাজের আলো : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের রুহুল আমিন এর চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলসহ অন্য একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার।তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান জানান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবীর এর তত্বাবধানে ও তার নেতৃত্বে, এস আই (নিঃ) আবু কাউছার ও এসআই (নিঃ) চন্দন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স সহ তালা থানাধীন মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের সহায় সম্ভহীন রুহুল আমিন এর আয়ের একমাত্র উৎস্য চুরি যাওয়া মোটর সাইকেল ও চোরাই অন্য একটি মোটর সাইকেল উদ্ধার করেন এবং একই সাথে মোটর সাইকেল চোর সাতক্ষীরা সদরের ভালুক- চাঁদপুর গ্রামের মৃত্যু নওয়াব আলী শেখ এর ছেলে এস.এম কামরুজ্জামান (৫০)কে বুধহাটা কুল্লা (সিনেমা হলের পূর্বপাশ) থেকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

