সমাজের আলোঃ মালয়েশিয়ার রাজনীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ড. মাহাথির মোহাম্মদ। তিনি বিশ^াস করেন এখনও রাজনীতিতে ফেরার জন্য ষড়যন্ত্র করছেন ‘১এমডিবি’ দুর্নীতিতে জড়িত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন কে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এমপিদের এবং সাম্প্রতিক রাজনৈতিক মিত্র আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন তার উত্তরসুরি মুহিদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে পাল্টা ক্যু শুরু করতে। রাজনৈতিক ভাষ্যকারদের মধ্যকার কথোপকথনে দেশটির সঙ্কট আরো ঘনীভূত হয়েছে। রাজনীতির খেলা সম্প্রতি জমজমাট আকার ধারণ করেছে আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ও বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের মধ্যে। সেটাকেও বড় করে দেখেন না ৯৪ বছর বয়সী রাজনীতিক মাহাথির। তিনি মনে করেন প্রকৃত সঙ্কট এখনও নাজিব রাজাক, ২০১৮ সালের নির্বাচনে যিনি ধরাশায়ী হয়েছেন।
এর মধ্য দিয়ে মালয়েশিয়ার ৬৬ বছরের ইতিহাসে ক্ষমতাসীনরা প্রথম পরাজিত হয়েছে।
এসব নিয়ে ‘দিস উইক ইন এশিয়া’তে বিস্তারিত এক সাক্ষাতকার দিয়েছেন মাহাথির। এতে দু’দুবারের সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিনকে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দুর্বল অনুগামী হিসেবে আখ্যায়িত করেন। মাহাথির বলেন, নাজিব রাজাক ১এমডিবি আর্থিক কেলেংকারিসহ কয়েক ডজন দুর্নীতির অভিযোগের মুখোমুখি। তাকে জেল থেকে বাঁচাতে মুহিদ্দিন সবকিছুই করবেন বলে মনে করেন মাহাথির। তিনি পাল্টা রাজনৈতিক অভ্যুত্থানের যে আহ্বান জানিয়েছেন তা সফল হবে কিনা সে বিষয়ে মাহাথির বলেছেন, আনোয়ার ইব্রাহিম ও তার সঙ্গে যারা আছেন তাদেরকে একত্রিত হতে হবে। তার ভাষায় ‘ঐক্যবদ্ধ না হলে সরকার হঠাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা আমরা পাবো না। বর্তমান সরকারের রয়েছে ভঙ্গুর সংখ্যাগরিষ্ঠতা’।
১৯৪০ এর দশক থেকে মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথির। এই দীর্ঘ বর্ণিল রাজনৈতিক জীবনে সামনের লড়াইটা সবচেয়ে কঠিন হবে বলে তিনি মনে করেন। পর্যবেক্ষকরা বলছেন, এ সপ্তাহের শেষের দিকে মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহিম একটি ঘোষণা দিতে পারেন। তারা বলতে পারেন, দেশের মোট ২২২ জন এমপির সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছেন তারা। এমনটা হলে ক্ষমতাসীন সরকার এক বড় বিপদে পড়ে যেতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, তাদের এ পরিকল্পনা অসম্ভব নয়। কারণ, মুহিদ্দিন প্রশাসনের রয়েছে সামান্য সংখ্যাগরিষ্ঠতা। এমনই এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার ওই সাক্ষাতকার দিয়েছেন মাহাথির।

