সমাজের আলো : একটি পরিবারকে চেতনানাশক ঔষধ খাওয়ায়ে ১ লক্ষ ৬৫ হাজার টাকা সহ ছয় ভরি স্বর্ন অলংকার লুট করেছে দুর্বৃত্বরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে।জানাযায়, জেঠুয়া গ্রামের মৃত: তমিজউদ্দীনের ছেলে শওকাত আলী খাঁনের বাড়ির রান্না ঘরের খাবারে দুর্বৃত্বরা চেতনা নাশক মিশিয়ে দেয়।এর পর বাড়ীর সকলে ঐ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে দুবৃত্তরা বাড়িতে প্রবেশ করে নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা সহ প্রায় ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে পলিয়ে যায় ।জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্যমতে, রাতে খাওয়ার সময় কিংবা যে কোন উপায়ে তাদের খাবারের সাথে চেতননাশক ঔষধ খাইয়ে দেয়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, খবর পেয়েই থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। চোরদের ধরার জন্য আমরা চেষ্টা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *