সমাজের আলো : কথায় বলে, ‘কাজীর গরু কিতাবে আছে’। এমনই ঘটনা ঘটেছে সাতক্ষীরা সমাজসেবা অফিসে। কাগজে-কলমে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা আছে অথচ বাস্তবে নেই-এমনই অনেক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে অনুদান। অনেক প্রতিষ্ঠানের অস্তিত্ব না থাকলেও তাদের নামে অনুদান দেওয়ায় সমাজসেবা অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ। দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপও কামনা করেছেন অনেকেই।খোঁজ নিয়ে দেখা যায়, অনুদানপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা শুধুমাত্র ঋণদান কার্যক্রম পরিচালনা করেন। সেসব প্রতিষ্ঠানকে শুধুমাত্র সমাজসেবার রেজিস্ট্রেশন থাকায় দেওয়া হয়েছে অনুদান। আবার কখনও সমাজ সেবামূলক কর্মকান্ড না করলেও শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং সাইনবোর্ড থাকায় পেয়েছেন অনুদানের টাকা। সমাজ সেবামূলক প্রতিষ্ঠান দেখিয়ে অনুদান দেওয়া হয়েছে উপজেলা অফিসার্স ক্লাব ও খেলাধুলার ক্লাবকেও। অনুদানপ্রাপ্ত কয়েকটি সে¦চ্ছাসেবী প্রতিষ্ঠানের পরিচালকদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা জানান, রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনুদান পাওয়া পর্যন্ত তাদের ঘুষ দিতে হয়। ঘুষের টাকা না পেলে রেজিস্ট্রেশনও হয় না অনুদান দেওয়ার জন্য নামও সুপারিশ করেন না।
অনুদানের তালিকা থেকে দেখা যায়, সাতক্ষীরা পৌর এলাকায় ১২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে ৮টি প্রতিষ্ঠানের কার্যক্রম খুঁজে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানগুলো হলো-কামালনগরের জনতা উন্নয়ন সংস্থা, পুরাতন সাতক্ষীরায় পিপলস ডিভলপমেন্ট অর্গানাইজেশন, মুন্সীপাড়া মানবিক সমাজ উন্নয়ন সংস্থা, পলাশপোলের জনমুখী ফাউন্ডেশন, পুরাতন সাতক্ষীরায় মানব কল্যাণ উন্নয়ন সংস্থা, কাটিয়ায় অনামিকা মহিলা উন্নয়ন সমিতি, পলাশপোলে সানমুন উন্নয়ন সংস্থা এবং সুলতানপুরের রুশা।
এছাড়াও পৌর এলাকায় আরও যে চার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে সেগুলো হলো-জেলা অফিসার্স ক্লাব, কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার সুমনা ফাউন্ডেশন, কামালনগরের শাপলা এবং কলেজ রোডের সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়।
সাতক্ষীরা সদর উপজেলায় ৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে ৩টি সংগঠনের কার্যক্রম খুঁজে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানগুলো হলো-প্রগতি মানবকি সংগঠন, তালতলা সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) ও ভোমরার নিরাপদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
এছাড়াও সদর উপজেলার আরও যে ৫টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে সেগুলো হলো- জোড়দিয়ার সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা, মাধবকাটির প্রাইড ফাউন্ডেশন মুকুন্দপুরের নব দিগন্ত সংস্থা, কাসেমপুরের ড্রীমল্যান্ড অর্গীনাইজেশন ও বলাডাঙ্গার প্রতিভা জন কল্যাণ সংস্থা।
তালা উপজেলায় ১০টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে ৭টি সংগঠনের কার্যক্রম খুঁজে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানগুলো হলো-দাঁদপুরের অগ্রগামী যুব সংঘ, লক্ষণপুরের আনছার মাহমুদ স্মৃতি সংস্থা, মুড়াকালিয়ার সহায়, পাটকেলঘাটার সোনালী স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা, শাহাজাতপুরের ইউসুফ স্মৃতি সংঘ, হাজরা পাড়ার মানবতা উন্নয়ন সংস্থা ও নাংলার অলোক।এ উপজেলার আরও যে ৩টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে। সেগুলো হলো-তালা অফিসার্স ক্লাব, সুজনসাহার মানবসেবা সংস্থা ও জাতপুরের ডিজিস্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশন (ডিএমএফ)।
শ্যামনগর উপজেলায় ১৪টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে ৫টি সংগঠনের কার্যক্রম খুজে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানগুলো হলো-নকিপুর আদর্শ সমাজ কল্যাণ সংস্থা, নকিপুর ছাইমা ফাউন্ডেশন, সোনাখালীর সোনাখালী সুন্দরবন সমাজ কল্যাণ সংস্থা, শ্রীফলকাটি এসসেজন কল্যাণ ফাউন্ডেশন ও শ্যামনগর উপজেলা ভুমিহীন সমাজ কল্যাণ সংস্থা।
এ উপজেলার আরও যে ৯টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে সেগুলো হলো-শ্যামনগর অফিসার্স কল্যাণ ক্লাব, বাদঘাটা উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র উন্নয়ন সংস্থা (সিডিও), মুন্সিগঞ্জ ড্রীম লাইটার, মুন্সিগঞ্জের ‘লিডার্স’ লোকাল ইনভারনমেন্ট ঢেভেলপমেন্ট এ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি, ঝাপার উত্তর ঝাপা সংগ্রামী সমাজ কল্যাণ সংস্থা, ডুমুরিয়ার কিরণ, যতীন্দ্রনগরের সুন্দরবর যুব সংঘ, মুন্সিগঞ্জের সুন্দরবন উপকুলীয় আদিবাসী উন্নয়ন সংস্থা ও খাসকাটার খাসকাটা দুর্বার যুব সংঘ।
দেবহাটায় উপজেলায় ৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে ৩টি সংগঠনের কার্যক্রম খুজে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানগুলো হলো-রহিমপুর আপন, দেবহাটার তৃণমূল উন্নয়ন সংস্থা, সখিপুর মিতালী সংঘ।উপজেলার আরও যে ৫টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে সেগুলো হলো-অফিসার্স ক্লাব, দেবহাটার আশার আলো, সখিপুরের অনিক ফাউন্ডেশন, সুশীলগাতির নব জাগরণ সংঘ, হাদিপুরের সততা যুব কল্যাণ সংঘ।কলারোয়ায় উপজেলায় ৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-মির্জাপুর গোধুলী উন্নয়ন সংস্থা, বামনখালির আশার আলো সমাজকল্যাণ সংস্থা, হেলাতলার সাতক্ষীরা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কয়লার উন্নয়ন পরিষদ, মানব উন্নয়ন সংস্থা, জালালাবাদের দেশ, ঝিকরার মুক্তি ও বলিয়ানপুরের সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন। এ উপজেলায় অধিকাংশ সংগঠনের কোন কার্যক্রম খুঁজে পাওয়া যায়নি।
কালিগঞ্জ উপজেলায় ৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত এসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে ৪টি সংগঠনের কার্যক্রম খুঁজে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানগুলো হলো-ফতেপুরের মোহনা সংসদ, ভদ্রখালীর ভদ্রখালী স্টেডিয়াম ক্লাব, নলতার মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন ও সাদপুরের লাইফ সেন্টার।
এ উপজেলার আরও যে ৪টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে সেগুলো হলো-অফিসার্স কল্যাণ ক্লাব, নলতার মিডা, শংকরপুর সংস্থা ও নলতার সমাজ উন্নয়ন ফাউন্ডেশন।

