আজহারুল ইসলাম সাদী: মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। জানা গেছে ১২ জুন সকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা গ্রামে এ ঘটনা ঘটে।

বেশ কিছুদিন যাবৎ একই গ্রামের জামাল সরদারের ছেলে মিজানুর রহমান (৩৫) মৎস্য ঘেরটি দখলের পায়তরা করে আসছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গত কাল সকালে মিজানুর রহমান এর নেতৃত্বে মৃত ছহিল উদ্দীন সরদারের ছেলে শহিদুল ইসলাম সরদার (৩২), মৃত বেলায়েত সানার ছেলে হামিদ সানা (৫০), মিজানুর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৩০), মৃত ছহিল উদ্দীনের স্ত্রী সরবানু খাতুন (৫৫) দল বদ্ধ হয়ে গোলাম মাওলা সরদারের মৎস্য ঘেরে জবর দখল করার জন্য ঘেরের বাধার চেষ্টা করে। গোলাম মাওলা সরদার বাঁধা দিলে তাকে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। তার স্ত্রী ফজিলাতুন্নেছা (৪৫) ঠেকাতে আসলে তাকেও এলোপাতাড়ীভাবে পিটিয়ে জখম করা হয়। , এসময় তার গলায় থাকা ৪৫ হাজার টাকা মূলে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ২৫ হাজার টাকা মূল্যের ৬ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল জোর পূর্বক ছিনিয়ে নেয়।

তারা ঘেরের ভেড়িবাঁধ কেটে, ঘুনি আটন, পাটা ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

এলাকাবাসী জখম স্বামী স্ত্রীকে উদ্ধার করে, মারাত্নক রক্তাত্ত আহত গোলাম মাওলাকে হাসপাতালে ভর্তি করেন।

এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *