সমাজের আলো : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে মোয়াজ্জেম হোসেন আলালের নামে মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে।শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, মামলার আবেদনকারী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ছাত্র নূরউদ্দীন আহমেদ।বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগে নূরউদ্দীন আহমেদ উল্লেখ করেন, ৬ ডিসেম্বর রাত ১২টায় একটি ফেসবুক লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিবাদীর অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও দেখতে পাই, যা সরকার ও দেশের জনগণের জন্য হেয়প্রতিপন্ন ও মানহানিকর।একই অভিযোগে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আলালের বিরুদ্ধে মামলার আবেদন করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *