সমাজের আলো : ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং আরবান ডেবলপমেন্ট কর্মসূচির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ পালিত হয়েছে। বুধবার (৮ডিসেম্বর) সকালে সাতক্ষীরার মুনজিতপুর রাজ্জাক পার্কের পাশে ওই দিবস অনুষ্ঠিত হয়। সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। দিবসে পালনে এবং বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন- পল্লীসমাজ সদস্য ও নারী উদ্যোক্তারা। আলোচ্য বিষয় প্রতিযোগিতায় মাগুরা পল্লীসমাজ সভাপ্রধান নাসিমা বেগম প্রথম স্থান লাভ করেন। প্রধান অতিথির বক্তব্যে-সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শফিউল আযম বলেন-নারীদের উদ্যোমী ও সাহসী হতে হবে এবং পারিবারিক সমস্যার সমাধান পরিবারে বসে নিতে পারলে নারী নির্যাতন বন্ধ হবে। তিনি সরকারি হটলাইন নম্বরে যোগাযোগ করার কথা বলেন। সভাপতির বক্তব্যে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহম্মেদ চিশতী বলেন-নারী আগে উদ্যোক্তা হতে হবে এবং কাজের সাথে জড়িত হতে হবে তাহলে নারী নির্যাতন কমবে তিনি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-মো: হাসান, হুমায়ুন কবির, এ.এস.কে আশরাফুল মাশরুদ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *