সমাজের আলো : নব-নির্বাচিত ইউপি সদস্যকে খুন জখমের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় হুমকি দাতার বিরুদ্ধে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বুধবার (৮ডিসেম্বর) সন্ধ্যায় থানায় উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য মোসলেম আলী বাদী হয়ে সাধারণ ডায়েরী করেন। তিনি অভিযোগ করে বলেন-বুধবার (৮ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ এর সামনে রাস্তার উপর বিবাদী উত্তর ক্ষেত্রপাড়া গ্রামের মৃত আছির উদ্দিন বিশ^াসের ছেলে রেজাউল ইসলাম(ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে) প্রকাশ্যে খুন-জখমের হুমকি দেয়। এঘটনায় নব-নির্বাচিত ইউপি সদস্য মোসলেম আলী জীবনের নিরাপত্তার দাবীতে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং-৩৬৭। এছাড়াও এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগও দেয়া হয়েছে। এদিকে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা সাহা জানান-তার পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য মোসলেম আলীর খুন-জখমের হুমকির বিষয়টি জানামতে সত্য।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *