সমাজের আলোঃ কালিগঞ্জ থানার নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন ও ঘোরামী খালেকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেছে এলাকাবাসি।
সম্প্রতি করোনা ও আম্পান ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত অবস্হায় মানুষ কর্মহীন হয়ে অর্থনৈতিকভাবে খুবই দূর্বল । প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে ত্রানসামগ্রী পাঠিয়েছে অসহায় মানুষের সহায়তার জন্য। কিন্তু কিছু দূর্নীতিবাজ নেতাকর্মীদের জন্য আজ এই অসহায় মানুষগুলো চরম কষ্টে মানবেতর জীবন যাপন করছে।
সাতক্ষীরার কালিগঞ্জ থানার নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন (সাবেক মেম্বার) দীর্ঘদিন যাবত এলাকায় নানা ধরনের অনিয়ম,দূর্নীতি,ত্রান লুটপাট, করে চলেছেন।,বিচারের নামে নিরীহ মানুষকে হয়রানিসহ নানান ধরনের স্বেচ্ছাচারী চালিয়ে যাচ্ছে। সম্প্রতি করোনা ও আম্পান পরিস্থিতিকে সুযোগ হিসেবে ব্যবহার করে স্থানীয় এমপি ও আওয়ামী লীগকে না জানিয়ে সে সহ তার সহযোগী ঘোরামি খালেককে নিয়ে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী হতে শুরু করে বড় ব্যবসায়ীসহ সকল ব্যবসায়ীদের নিকট হতে ত্রান দেওয়ার নাম করে চাঁদা আদায় করেছে। বিভিন্ন মালামাল স্থানীয় জনগন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকেও এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বিষয়টি এমপি মহোদয় অবগত হলে তিনি সাথে সাথে দুইটি ভিডিও বার্তার মাধ্যমে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিএনপিমনা ঘোরামী খালেক
পাঁচ বছর পূর্বেও এলাকার মানুষের ঘরের চাল তৈরির (ঘোরামী) কাজ করতেন । গত পাঁচ বছরে সরকারি দলের আশির্বাদপুষ্ট হয়ে টাকার মালিক বনে গেছে। সরকারী অনুদানসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও টেন্ডারের দালালী করা এবং অবৈধভাবে ব্যবসায়ীদের নিকট হতে চাদা আদায়, করেছেন। জনগনকে পুলিশি ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়,বিচারের নামে নিরীহ মানুষ হয়রানী সহ একাধিক অপকর্মের তথ্য পাওয়া রয়েছে। সম্প্রতি নলতাতে যেবাড়িটি বানিয়েছে ভিআইপি
স্থানীয় বাসিন্দা এক ভ্যান চালক পরিবারের কাছ থেকে জানতে পারা যায়, করোনায় বাইরে কাজ করতে যেতে না পারায় তারা না খেয়ে দিন পার করছে। এমতাবস্থায় খোকন মেম্বার, খালেক সহ তার সহযোগীরা এসে দুই বস্তা খাবার হাতে দিয়ে নিজেদের ছবি তুলে পরবর্তীতে সেই খাবার ফিরিয়ে নিয়ে যায়। স্থানীয় আরও একাধিক জন বলেন, গতবছর রেসন কার্ড দিবে বলে তার ভোটার আই ডি কার্ডের ফটোকপি নিয়েছে। অথচ স্থানীয় এক ডিলারের কাছ থেকে সেই লোক কিছু দিন আগে জানতে পারে, তার রেসন কার্ড হয়েছে ।
উল্লেখ্য নেপথ্যের পরিকল্পনাকারী হিসাবে ঘোরামী খালেকের নাম প্রকাশ করে স্থানীয় জনৈক আওয়ামীলীগ নেতা।
আনিসুজ্জামান খোকন মেম্বার, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর হতে তার রাজনৈতিক উত্থান এবং সে সময় থেকে বর্তমান অবধি পর্যন্ত তার অন্যায়-অত্যাচার,দূর্নীতির চলে আসছে। বিএনপি আমলে তিনি কালিগঞ্জ থানায় বিএনপির সিনিয়র সহ সভাপতি ছিলেন। তার ফেসবুক টাইম লাইনে বিএনপি নেতা ও এমপিদের অনেক পোস্ট শেয়ার করতে দেখা যায়।
সম্প্রতি স্থানীয় টুটুল নামে এক যুবক ফেসবুক লাইভে এসে (৮-০৫-২০২০) তারিখ, আনিসুজ্জামান খোকন ও ঘোরামী খালেকের বিভিন্ন ধরনের অনিয়ম, এমপি মহোদয়ের ও আওয়ামী লীগকে বাইপাচ করে জোরপূর্বক ব্যবসায়ীদের কাছ থেকে বড় অংকের টাকা চেয়ে চাঁদা উঠানো , ত্রান আত্মোসাৎ, চিকিৎসার কথা বলে ঘন ঘন ভারত সফরের নামে বিভিন্ন ধরনের চোরাকারবারি, সমাজে বিচার-সালিশের নামে মানুষকে নাজেহাল সহ, প্রশাসন, কোর্ট ও থানায় দালালির মাধ্যমে অসহায় নিরীহ মানুষকে নানা ধরনের হয়রানির তথ্য তুলে ধরে। এরপর হতেই উক্ত দূর্নীতিবাজরা টুটুলকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখানো, পুলিশ প্রশাসন নিয়ে তুলে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের হুমকি- ধামকি দিয়ে যাচ্ছেন।
বর্তমানে এলাকায় নিরীহ মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। এলাকার নিরীহ-ভূক্তভোগী জনগণ দূর্নীতিদমন ও প্রশাসনের হস্তক্ষেপ সহ দ্রুত তাদের হাত থেকে পরিত্রান চায়।
