যশোর প্রতিনিধি: যশোরে নতুন করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯৯ জন করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০০ জন ও মারা গেছেন একজন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ শনিবার ১৩ জুন করোনা রোগীর নমুনা টেস্টের ফলাফলে যশোরের ১০২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের, নড়াইলের ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের, মাগুরার ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, সাতক্ষীরার ২৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও বাগেরহাটের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২২১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ এবং ১৮৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
যবিপ্রবি ল্যাবের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, ফলাফল সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ফলাফল আসার পর রোগীর নাম ঠিকানা তাদের বর্তমান অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আক্রান্তদের চিহ্নিত করে সেসব এলাকা লকডাউনসহ নানা পদক্ষেপ। নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *