রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: ’গণিত শেখো, স্বপ্ন দেখো’ এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও দৈনিক প্রথম আলোর আয়োজনে এবং ডাচ্ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে গণিত অলিম্পিয়াড ২০২০। গত ২৯ মে শুক্রবার গণিত অলিম্পিয়াড আঞ্চলিক পর্বের পরীক্ষা-২০২০ অনুষ্ঠিত হয় । অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করে। সম্প্রতি গণিত অলিম্পিয়াড আঞ্চলিক পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, শ্যামনগর উপজেলা থেকে ৩ জন শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছে। তারা হলেন জুনিয়র ক্যাটাগরিতে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমি আক্তার (১২৩৯৩০) ও সাধনা মন্ডল (১২৩৯৩৮) এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের ছাত্র সৌরভ চন্দ্র মন্ডল (১১৩৬৭৮)।
গত ২৮ ফেব্রুয়ারি ১৮তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের বাছাই পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয় । বাছাই পর্বে শ্যামনগর উপজেলা থেকে ৪৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পায়। আঞ্চলিক পর্যায়ে পরীক্ষায় অংশ করা শিক্ষার্থীদের মধ্যে থেকে এবছরই প্রথম ৩ জন শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেলো। উল্লেখ্য ২০১৫ সাল থেকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভাব-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভাব প্রকল্পভুক্ত স্কুলের শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহন করে আসছে। সংস্থাটির পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াডের উপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।
শ্যামনগরের ৩ শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মিনা হাবিবুর হাবিবুর রহমান, ভাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রসিডেন্ট ড. এটি রফিকুর রহমান এবং কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক ড. জসিমউজ জামান প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী বলেন, শ্যামনগর উপজলা থেকে ৩ জন শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পেয়েছে এজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। ভাব বাংলাদেশ ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ।“ এদিকে ভাব বাংলাদেশের পক্ষ ৩ জন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের গণিত শিক্ষককে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুনির হাসান ও সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল সাক্ষরিত সার্টিফিকেট দেয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের ঠিকানায় একটি করে টিশার্ট ও মেডেল পাঠানো হবে।

