সমাজের আলো : জামালপুরের সরিষাবাড়ীতে কীটনাশক খেয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর গ্রামে রোববার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- শিমুলতাইর গ্রামের ইজিবাইক চালক সুমন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৩) ও প্রতিবেশী কৃষক মুজা মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৩)।পারিবারিক সূত্র জানায়, শিশু দুইটি একসঙ্গে খেলা করছিলো। একপর্যায়ে ঘরে থাকা গুঁড়া জাতীয় কীটনাশক খাদ্যবস্তু ভেবে উভয়েই খেয়ে ফেলে। পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দুইটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে

