সমাজের আলো : শ্যামনগর উপজেলা পরিষদের সামনে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। একেবারে প্রশাসন ভবনের এমন চূরির ঘটনায় সকলকে ভাবিয়ে তুলেছে। উপজেলা পরিষদের এলাকা কি অরক্ষিত।
সোমবার রাতে শ্যামনগর প্রসাশনের নাকের ডগায় উপজেলা পরিষদ গেটের সামনে ফল ব্যবসায়ী বাদঘাটা গ্ৰামের মুরশিদ ভাইয়ের দোকানের তালা ভেঙ্গে নগত অর্থ, ফল এবং মাপের ডিজিটাল মিটার চুরি করে নিয়ে যায় ।

