আশরাফুল ইসলাম,দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ যথাযথভাবে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে সকালে পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, আওয়ামীলীগ, যুবলীগ, তাতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কেবিএ সরকারী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

