সমাজের আলো: ঠাকুরগাঁওয়েরর পীরগঞ্জে হাত-পা বেঁধে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় জিয়াবুল (৫৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৪ জুন) সকালে ঠাকুরগাঁও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে জিয়াবুল ইসলামের বাড়ি। তার বাবার নাম মেহেরাব আলী। এ ঘটনায় দায়ের করা মামলার ৬ নম্বর আসামি তিনি।
এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় জিয়াবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিরা আত্মগোপনে রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে

