সমাজের আলো:  বহুল আলোচিত রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা সম্পন্ন হয়ে গেছে পুরো দেশ। পাওয়া গেছে প্রধানমন্ত্রীর অনুমোদনও। সংক্রমণ বাড়তে থাকায় সংশ্লিষ্টরা তাই এ নিয়ে আর কালক্ষেপণ করতে চাচ্ছেন না। আজ রোববারই আসছে লকডাউনের ঘোষণা, কাল থেকে শুরু হবে বাস্তবায়ন। তবে একসঙ্গে পুরো দেশকে লকডাউনের আওতায় না এনে ধীরে ধীরে নতুন এই পদ্ধতি প্রয়োগ করা হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, রেড জোন এলাকায় লকডাউন কার্যকরের সঙ্গে সঙ্গে সেখানে সাধারণ ছুটিও শুরু হয়ে যাবে। বাকি এলাকার ক্ষেত্রে সীমিত আকারে আগেই মতোই চলবে অফিস-আদালত।মূলত রেড জোনেই লকডাউন কার্যকর হবে কড়াকড়িভাবে। ইয়েলো জোনের ক্ষেত্রে থাকবে কিছুটা শিথিলতা। আর গ্রিন জোনে কোনো লকডাউন থাকবে না। তবে সব এলাকার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রেড জোন এলাকার সংজ্ঞা নির্ধারণে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে কর্তৃপক্ষ। নতুন সংজ্ঞায় বলা হয়েছে, সবশেষ ১৪ দিনের মধ্যে রাজধানী ঢাকার কোনো এলাকায় যদি ৬০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয় তাহলে সেটা রেড জোন। ঢাকার বাইরের কোনো এলাকার ক্ষেত্রে যদি একই সময়ের মধ্যে ১০ জন রোগী চিহ্নিত হয়, তাহলে সেটা হবে রেড জোন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *