যশোর অফিস : সরকারী মাইকেল মধুসূদন কলেজের মেইন গেটের সামনে থেকে বাইসাইকেল চুরি করে পালাবার সময় আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনগণ। সে যশোর সদর উপজেলার বিরামপুর গাবতলা এলাকার মৃত গফুর ও লাল বানুর ছেলে। এঘটনায় সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত মোকাম সরদারের ছেলে জসীম উদ্দীন বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন।

জসীম উদ্দীন মামলায় উল্লেখ করেন, তার ছেলে সাগর হোসেন যশোর সরকারী এমএম কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে। গত ১৫ ডিসেম্বর বুধবার প্রতিদিনের ন্যায় সাগর হোসেন তার ব্যবহৃত বাইসাইকেল যোগে কলেজে যায়। সকাল ৮ টা ৫০ মিনিটে কলেজের কলা ভবন সংলগ্ন ছাত্র কমন রুমের সামনে রেখে ক্লাস করতে রুমে যায়। বেলা পৌনে ১২ টায় সময় রুম থেকে সাইকেলের কাছে এসে দেখে এক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছে। এ সময় ডাক চিৎকার দিলে কলেজের ছাত্রছাত্রীরা কলেজের মেইন গেটের সামনে সাইকেলসহ চোরকে ধরে গণপিটুনী দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *