সমাজের আলো : সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদের বসতবাড়িতে এক বোমা সাদৃশ্য বস্তু ও কাফনের কাপড় পাঠিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।রবিবার (১৯ ডিসেস্বর) ভোরে কে বা কারা ওই চিঠি ও কাফনের কাপড় রেখে যায়। এঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের এক নেতাসহ ৪জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (ডায়েরী নং ১০৯০/২১)। সে ইউনিয়নের যুগিপোতা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করেন আব্দুল হামিদ। এছাড়াও ওয়ার্ড আ’লীগের সভাপতির দায়িত্বে থাকায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীর স্বপক্ষে কাজ করেন তিনি। তবে নির্বাচনে আব্দুল হামিদসহ নৌকার প্রার্থী হেরে যান। এরপর থেকে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন জায়গায় সরকার দলীয় সমর্থকদের উপরে হামলা ও প্রাণনাশের হুমকী দেন। আর এসংক্রান্ত বিষয়ে ভূক্তভোগী সরকার দলীয় নেতারা সাতক্ষীরা সদর থানায় একাধিক অভিযোগ ও এজাহার দায়ের করেন। এসময় স্থানীয়রা আরও জানান, নৌকায় ভোট দেওয়াকে কেন্দ্র করে ইউনিয়নের এক সংখ্যালঘু স¤প্রদায়ের পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকী দেন প্রতিদ্ব›দ্বী প্রার্থীর সমর্থকরা।

