সমাজের আলো : বাংলাদেশে সব ধর্মের মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, তারা অসাম্প্রদায়িক চেতনা লালন করছেন। ইসলাম হিন্দু খ্রীষ্টান বৌদ্ধ ধর্মাবলম্বীরা কেউ কারও প্রতিপক্ষ নয় উল্লেখ করে তিনি আরও বলেন ধর্মীয় উৎসবে তারা সবাই একাকার হয়ে যান। এটাই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার চিরায়ত সংস্কৃতি।

‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রচারাভিযানের আওতায় আন্ত:ধর্মীয় সংলাপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে এবছর ৩৩ হাজার মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে এই সংখ্যা ছিল অনেক কম। আগামীতে মন্ডপের সংখ্যা কমিয়ে আনা যায় কিনা তা ভেবে দেখা দরকার।

জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের স্বপন কুমার শীল প্রমূখ।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *