সমাজের আলো : কলারোয়া পৌর সদরের মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় বারের মত সভাপতি নির্বাচিত হলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। তিনি কলারোয়া বাজার কমিটিরও সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। বৃহস্পতিবার যশোর শিক্ষা বোর্ডের “বিদ্যালয় পরিদর্শক” ড. বিশ্বাস শাহিন আহমদ স্বাক্ষরিত একটি পত্রে আলিমুর রহমানকে সভাপতি করে ১২ সদস্যের একটি পরিচালনা পর্ষদ কমিটি প্রেরণ করেছেন। নবনির্বাচিত সভাপতি আলিমুর রহমান স্থানীয় মুরারিকাটি গ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আনোয়ার হোসেনের পুত্র ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু’র ছোট ভাই। তিনি এর আগেও পর পর ২বার এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। নবনির্বাচিত কমিটির সদস্য সচিব এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ সহ সকল সদস্যগন নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছাও অভিনন্দন জানিয়েছেন।
