সমাজের আলো : হাসপাতালের বিছানায় কাঁদছেন বশির হোসেন। লঞ্চ দুর্ঘটনায় মেয়েকে হারিয়ে যেন বাকরুদ্ধ হয়ে গেছেন। স্বজনরা তাকে সান্ত্বনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না। আদরের মেয়ের আবদারে তাকে ঢাকা দেখাতে নিয়ে এসেছিলেন। ঢাকা এসে মেয়ের আনন্দের শেষ ছিল না। বান্ধবিদের জন্য তার মেয়ে চকলেটও কিনেছিল। খুশি মনেই বাবা মেয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু কে জানতো এই যাত্রাই শেষ যাত্রা হয়ে যাবে বশির হোসেনের আদরের মেয়ের।

লঞ্চে আগুন লাগায় মেয়ের শরীরে আগুন লেগেছিল। তাকে বাঁচানোর জন্যই মেয়েকে পানিতে ফেলে দেন। কিন্তু তাকে আর বাঁচাতে পারেননি বশির হোসেন। শুধু তাই নয় আগুনে পুড়ে তিনি নিজেও প্রায় পঙ্গু হয়েছেন। শরীরের অনেক অংশই তার পুড়ে গেছে। এখন ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। নিজের অবস্থা খারাপ হলেও মেয়ের কথা ভেবে ভেবে মুর্ছা যাচ্ছেন বারবার। গতকাল সরজমিন দেখা যায় বশির হোসেনের দুই হাত ও দুই পা আগুনে পুড়ে গিয়েছে। পায়ের বৃদ্ধ আঙ্গুল ছাড়া আর কোন আঙ্গুলই নাই তার। শরীরে রক্তের দাগ লেগে আছে। কথা বলার মতো শক্তি পাচ্ছেন না। তবুও মেয়ের স্মৃতি যেন চোখের সামনে ভাসছে। কেঁদে উঠছেন হাউমাউ করে। দুচোখের পানি গড়িয়ে পড়ছে বালিশে।কান্নাজড়িত কণ্ঠে বশির হোসেন বলেন, আমার মেয়েকে আমি নিজে হাতে মেরে ফেলেছি। এবার ষষ্ঠ শ্রেণিতে উঠেছে আমার ১০ বছরের মেয়ে তাঈফিয়া। মেয়ের ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে চাকরি করবে। মেয়ের পরীক্ষা শেষে ঢাকা দেখাতে নিয়ে আসি। আমার এক ছেলে ও এক মেয়ে ছিল। মেয়ে আমার বড় সন্তান। পরীক্ষা শেষে বায়না ধরে ঢাকা ঘুরতে যাবে। ঢাকা ঘুরে ঠিকই দেখেছে কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরে গেছে। আমি আমার মেয়েকে ছাড়া কীভাবে বাঁচবো। তিনি বলেন, আমি লঞ্চের দুইতলায় ছিলাম ইঞ্জিন বরাবর। রাত ৩টার দিকে যখন আগুন লাগে তখন আমার মেয়ের শরীরে আগুন লেগে যায়। আগুন থেকে বাঁচাতে পানিতে ফেলে দেই। এরপর তাকে বাঁচাতে আমি নিজেও লাফিয়ে পড়ি। চারিদিকে অন্ধকার ছিল। পানিতে ছিল না কোনো ঠাঁই। এরপর মেয়েকে খুঁজে পাই। কিছুক্ষণ পরে একটা নৌকা এসে আমাকে উদ্ধার করে। মেয়ে সেখানেই মারা যায়। এরপর অজ্ঞান হয়ে যাই। আমার মেয়ে ঢাকায় এসে তার বান্ধবীদের জন্য অনেকগুলো চকলেটও কিনেছিল। ঢাকা দেখে মেয়ে আমার অনেক খুশিও হয়েছিল। আগুন আমার সব আনন্দ কেড়ে নিলো। আমরা লঞ্চে ওঠার পরেই দেখলাম একটা ইঞ্জিন প্রায় বন্ধ হয় আবার থামে। কর্তৃপক্ষকে জানালে বলে, এটা কোনো সমস্যা না। তার দাবি, সরকার যদি কোনো আর্থিক সহয়তা করে তা যেন সঠিকভাবে বণ্টন হয়। সে যেন চিকিৎসার জন্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা পায়।

বশিরের ভগ্নিপতি শহিদুল বলেন, মেয়ে সঙ্গে ছিল মারা গেছে। আগুন লাগার পরে মেয়েকে নদীতে ফেলে দেয়। এরপর নিজে ঝাঁপিয়ে পড়ে। সকাল ৮টার সময় আমরা গিয়ে দেখতে পাই হাসপাতালে। সকাল ৮টা পর্যন্ত নদীতে ছিল। অজ্ঞান হয়ে ছিল বশির। সে বরগুনাতে একটি কোম্পানিতে চাকরি করে। সঙ্গে তার শ্বশুরও ছিল। সে বেঁচে আছে। তার শ্বশুরকে গত বুধবার মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসে। সেইসঙ্গে মেয়ের আবদার রাখতে তাকেও নিয়ে আসে। বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *