আজহারুল ইসলাম সাদী: সাতক্ষীরা জেলা প্রশাসন এর উদ্যোগে এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় জেলাব্যাপী শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। সোক ১৫ জুন, থেকে শুরু হয়েছে। অনলাইন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, খুলনা বিভাগীয় কমিশনার ডঃ মুহাম্মাদ আনোয়ার হোসেন হাওলাদার। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সাতক্ষীরা জেলার শিক্ষকদের মাধ্যমে উক্ত অনলাইন ক্লাস চলবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের ৬ দিন, প্রতিদিন ক্লাস চলবে ৪০ মিনিট সময় ব্যাপী। এর মধ্যে ৩০ মিনিট সময় শিক্ষাদান এবং ১০ মিনিট প্রশ্নোত্তর পর্ব। জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করত পারে এবং ক্লাসের আওতা যাতে বৃদ্ধি করা যায় সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনলাইন শিক্ষাদান কার্যক্রমটি সাতক্ষীরা জেলার লোকাল ক্যাবল চ্যানেল এর পাশাপাশি জেলা প্রশাসকের ফেসবুক লাইভেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শুরুতে ইংরেজি, গণিত ও বিজ্ঞানের উপর প্রাধান্য আরোপ করা হবে।পরবর্তীতে সকল বিষয়ের উপর শিক্ষাদান কার্যক্রম চালু হবে।

প্রথমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং সাতক্ষীরা পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল শিক্ষকদের দ্বারা শিক্ষাদান কার্যক্রম চালু হবে। পরবর্তীতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান যারা এই কার্যক্রমে ভূমিকা রাখতে আগ্রহী সেসকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও এই কার্যক্রমে ভূমিকা রাখতে পারবেন। সাতক্ষীরা জেলার সকল শিক্ষার্থী ও অভিভাবকদের এ কার্যক্রমে সংযুক্ত থেকে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলকে বিনীত অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *