সমাজের আলো :সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সেলিমের এর মৃত্যু, ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। তিনি চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার সময় লাইফ সাপর্টে থাকা অবস্থায় হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তার মরদেহ শেষ কর্মস্থল পৌর ভবনে নিয়ে আসার পর গভীর শ্রদ্ধার সাথে পুষ্পমাল্য নিবেদন করেন সাতক্ষীরা সদর বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সংরক্ষিক (মহিলা) (১,২ ও ৩) নং ওয়ার্ড কাউন্সিলর নূর জাহান বেগম, সংরক্ষিত (মহিলা) (৪,৫ ও ৬) নং ওয়ার্ড কাউন্সিলর অনিমা রানী মন্ডল, সংরক্ষিত (মহিলা) (৭, ৮ ও ৯) নং ওয়ার্ড কাউন্সিলর রাবেয়া পারভীন সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আসরবাদ জানাজা নামাজ শেষে পৌরসভার ১নং ওয়ার্ড এর মধ্য কাটিয়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ১ নং প্যানেল মেয়র- কাজী ফিরোজ হাসান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *