সমাজের আলো : বয়সের ভারে চলাফেরার সক্ষমতা অনেকটা হারিয়েছেন নব্বই বছর বয়সী জসিমন বিবি। ভোটের দিন বাড়িতে থাকতে পারেননি। পুত্রবধুর গলা জড়িয়ে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরেছেন জসিমন বিবি। বলে গেলেন, ভালোভাবে ভোট দিলাম। দেখি কে পাশ করে। জসিমন বিবি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের মৃত. বেলায়েত মল্লিকের স্ত্রী। পুত্রবধু আলেয়া বেগমের গলা জড়িয়ে রোববার (২৬ ডিসেম্বর) বেলা একটার দিকে ইসলামাবাদ দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তারা। দুইজন বয়স্ক মানুষের গলা জড়িয়ে ধরে ভোটকেন্দ্রে আসা ও বাড়িতে ফেরার সময় কৌতুহলী অনেকেই তাদের এই মিলবন্ধনের জন্য প্রশংসা করেছেন। পরে কৌতুহলী হয়ে পরিচয় জানতে চাইলে জানা যায়, তারা বৌমা-শাশুড়ি। জসিমন বিবির চার ছেলে তিন মেয়ে। ছেলে-মেয়েরা সবাই বিবাহিত। পরিবারে কোন অশান্তি নেই জানিয়ে পুত্রবধু আলেয়া বেগম জানান, আমার শ^াশুড়িসহ পরিবারের সকল সদস্যদের মধ্যে অনেক মিল রয়েছে। কারো সঙ্গে কোনরুপ খারাপ সম্পর্ক নেই। শাশুড়ি আমার মায়ের মত। তিনি এখন ঠিকমত চলাফেরা করতে পারেন না। সেজন্য দুইজন এক সঙ্গে ভোট দিতে এসেছি। ভোট দিয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। জসিমন বিবি বলেন, এক সঙ্গে ভালোভাবে ভোট দিলাম। এখন দেখি কে পাশ করে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। কেউ কোন বাঁধা দেইনি। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ পরিদর্শক শেখ মোহাম্মদ মোরশেদ আলী জানান, কেন্দ্রটিতে ৩৩৪২টি ভোট রয়েছে। সকাল ৮টা থেকেই শান্তিপূর্ণ সৌহাদ্যপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। দুইজন বয়স্ক মানুষ গলা জড়িয়ে ধরে একসঙ্গে ভোট দিয়ে ফিরলেন। পরে জানলাম, তারা বৌমা শাশুড়ি। ঘটনাটি সমাজের জন্য একটা উদাহরণ হতে পারে।

