সমাজের আলো : সাতক্ষীরা সদরের গোপীনাথপুরে দিন দুপুরে এক স্কুল শিক্ষকের বাড়িতে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপীনাথ গ্রামের সুখদেব গাইনের ছেলে খেজুরডাঙ্গা আর.কে হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক দেবেন্দ্র নাথ গাইনের বাড়িতে ওই চুরির ঘটনাঘটে।সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক গোপীনাথ গ্রামের বাসিন্দা দেবেন্দ্র নাথ গাইনের স্ত্রী কয়েক দিন পূর্বে কুষ্টিয়ায় তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রবিবার সকাল ৯টার দিকে স্কুল শিক্ষক দেবেন্দ্র নাথ গাইন ঘরে তালা দিয়ে স্কুলে যান। বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে ফিরে দেখেন তার ঘরের তালা ভেঙে কে বা কারা ঘরে ঢুকে আলমারী ভেঙে প্রায় সাড়ে ৪ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।এব্যাপারে স্কুল শিক্ষক দেবেন্দ্র নাথ গাইন থানা পুলিশ কে অবহিত করলে সাতক্ষীরা কাটিয়া পুলিশ ফাঁড়ির আজাদ হোসেন, সদর থানার এএসআই মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

