সমাজের আলো : জামালপুরের দেওয়ানগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা-রৌমারীগামী এটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ঘরে ধাক্কা দেয়। ধাক্কায় টিনের বেড়া (দেওয়াল) ভেঙ্গে ট্রাকটি ঘরের ভিতর চলে যায়। সেখানে বিছানায় ঘুমন্ত স্বামী-স্ত্রীকে ঘাতক ট্রাকটি ধাক্কায় পিষে ফেলে। ঘটনাস্থলেই দুইজন মারা যায়। সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা ও রৌমারীগামী সার বোঝাই পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারায়। উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে শেষ রায় ৩ টায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মারা যাওয়া স্বামীর নাম জয়নাল (৪৫) ও তার স্ত্রীর নাম মানজন বেগম (৩৬)।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত জয়নাল কৃষি কাজ করে বাড়িতে তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারী রাস্তার পাশেই তার ঘর। শেষ রাতের দিকে একটি সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জয়নালের ঘরে ধাক্কা দেয়। ঢাকায় ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

