ইয়ারব হোসেনঃ ত্রাণের দরকার নেই ভাই, টেকসই বাঁধ দিয়ে বাপের ভিটায় যাবার ব্যবস্থা করে দেন। আমাদের মাটির ঘর। গত ২৫ দিন আগে ঝড়ের রাতে কিছু বুঝে ওঠার আগেই খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে যায়। নদীর জোয়ারে চোখের সামনেই একমাত্র মাটির ঘরটা ভেঙে ভেসে গেল। বয়োবৃদ্ধ শাশুড়ি, অসুস্থ স্বামী শিশু সন্তান নিয়ে ওয়াপদার বেঁড়িবাঁধে উঠেছি। বাড়ি থেকে কিছুই বের করতে পারিনি। ঝড়ের পরদিন থেকে পরিবারের বৃদ্ধা, নারী-শিশু মিলে ৮ জন মানুষ খোলা আকাশের নিচে আছি। সারাদিন পর সরকারি শুকনো খাবার খেয়ে সন্ধ্যায় একটি পলিথিন টাঙিয়ে সবাই গাদাগাদি করে থাকছি। কথাগুলো বলেন সুপার সাইক্লোন আম্পানে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ঘরবাড়ি হারানো আশাশুনির শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী গ্রামের আবুল কাশেমের স্ত্রী খোলপেটুয়া নদীর বাঁধে আশ্রয় নেয়া ছখিনা বেগম। তাদের মতো বাঁধের উপর আরো ৪০ টি পরিবার ঘূর্ণিঝড় আম্পানের পরদিন থেকে আশ্রয় নিয়ে মনবতের জীবন যাপন করছে। বেঁড়িবাঁধে আশ্রয় নেয়া মানুষের সাথে আলাপকালে তারা জানায়, আমাদের আর থাকার জায়গা নেই। সরকার থেকে এ পর্যন্ত বাঁধের উপর একবার ১০ কেজি চাল, শুকনো খাবার আর এক প্যাকেট গুঁড়ো দুধ ছাড়া কিছুই দেয়নি। ভেঙে যাবার ৫/৬ দিন পর এক এনজিও ত্রিপল দিয়েছে তার ভেতর দুটো ঝুপড়ি বেধে ছেলে-বৌসহ পরিবারের সবাই বসবাস করছে।
বসতভিটা হারিয়ে বাঁধে আশ্রিত হাজরাখালী গ্রামের ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী আজিয়ার রহমান জানান, তার পরিবারে বাবা মা, স্ত্রীসহ ৬ মাসের শিশু সন্তান আছে। ঝড়ের রাতে বাঁধ ভেঙে নদীর পানি ভেতরে ঢুকলে কোন রকমে বাচ্চাটাকে কোলে নিয়ে প্রায় নিঃস্ব অবস্থায় ওয়াপদায় উঠেছি। মাটির ঘর ও মাছের ঘের ভেসে গেছে। বাঁধের উপর বাচ্চা নিয়ে চরম বিপদে আছি।
রাতের ঘুটঘুটে অন্ধকারে চরম উদ্বেগ উৎকণ্ঠায় মানবেতর দিন যাপন করছি। চারিদিকে পচা দুর্গন্ধ, লোনা পানিতে গায়ে ঘা হচ্ছে, পানিবাহিত নানা রোগ হচ্ছে। সুপেয় পানির চরম অভাব। ত্রাণের দরকার নেই আমাদের বাঁধটি সংস্কার করে বসত ভিটায় ফেরার ব্যবস্থা করেন।
একই গ্রামের চিংড়ি ঘের ব্যবসায়ী বেল্লাল গাজী বলেন, বাঁধ সংস্কার না হওয়ায় জোয়ারের সময় নদীর ঘোলা পানির সাথে বালি ঘেরের মধ্যে উঠে আসায় জমিতে বালির স্তর পড়ছে। আগামীতে ওই জমিে ফসল ও মাছ চাষের যোগ্য থাকবে না। এলাকার অনেকের বসত ভিটার উপর দিয়েন নদীর পানির ¯্রােত ওঠা-নামা করছে। বাঁধ সংস্কার না হওয়ায় তাদের বাড়ি ফেরার জায়গা নেই।
শ্রীউলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজরাখালী গ্রামের ইয়াছিন আলী জানান, আম্পানের তাÐবে ভেঙে যাওয়া নদীর বাঁধের উপর আমার ওয়ার্ডের ৪০টি পরিবার আশ্রয় নিয়ে চরম ভাবে মানবেতর জীবন যাপন করছে। হাজরাখালী পুরোনো খেয়াঘাট, পাড়–ই বাড়ির সামনে, মিনাজ গাজীর বাড়ির সামনে ও থানাঘাটা এলাহি বক্সের ঘেরের সামনে ভেঙে শ্রীউলা ইউনিয়নের মধ্যে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে। বাঁধে আশ্রয় নেয়া মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।
উপজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, আমার ইউনিয়নের হাজরাখালী গ্রামের ৩টি পয়েন্টে ভেঙে খোলপেটুয়া নদীর পানিতে হাজরাখালি, বলাডাঙ্গা, গাজীপুর, কাঁকড়াবুনিয়া, কলিমাখালি, মহিষকুড়, বুড়াখারআটি,নাকতাড়া, বকচর, থানাঘাটা, ঢালিরচক, বিলবকচর, মাড়িয়ালা, বিল থানাঘাটা, লাঙ্গলদাড়িয়া, রাধারআটি, বালিয়াখালি, নসিমাবাদ গ্রাম সম্পূর্ণ প্লাবিত হয়েছে। এছাড়া পুইজালা ও বয়ারশিং গ্রামের একটি অংশও আংশিক প্লাবিত হয়েছে। শুধুমাত্র শ্রীউলা ও লক্ষীখালি গ্রামে পানি ওঠেনি। আমার ইউনিয়নে মোট ৫টি পয়েন্টে বাঁধ ভেঙে যায়। এর মধ্যে আমরা হাজার হাজার ইউনিয়নবাসী মিলে স্বেচ্ছাশ্রমে ৪টি পয়েন্ট বেঁধে দিতে সক্ষম হলেও হাজরাখালীর মূল বাঁধ আটকানো যায়নি। সেখানে সেনাবাহিনীর সদস্যরা বাঁধটি মেরামতের জন্য চেষ্টা চালাচ্ছেন। এছাড়া এছাড়া শত শত লোক নিয়ে আমাদের ইউনিয়ন সংলগ্ন প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া গ্রামের নদী ভাঙন এলাকা রিং বাঁধ দিয়ে প্রাথমিকভাবে আটকানো হলেও জোয়ারের সময় বাঁধের উপর দিয়ে ছাপিয়ে আমার ইউনিয়নে পানি ঢুকছে।
আম্পানে ঘরবড়ি হরিয়ে হাজরাখালী গ্রামের প্রায় ৪০টি পরিবার সংশ্লিষ্ট নদীর বাঁধের উপর আশ্রয় নিয়েছে। সেখানে যাতায়াতের কোন রাস্তা না থাকায় এলাকটি একপ্রকার জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল ¯্রােতের মধ্যে নৌকায় করে তাদের নিয়মিত পানি, খাবার ও প্রয়োজনীয় মালামাল পাঠানো হচ্ছে। এছাড়া মাড়িয়ালা হাইস্কুলের সাইক্লোন শেল্টারে ৫৭ টি পরিবার, মাড়িয়ালা প্রাইমারি স্কুলে ৪৮ টি, কলিমাখালি স্কুলে ১৩ টি, কলিমাখালি মাদ্রাসায় ১৯ টি, নসিমাবাদ স্কুলে ১৩ টি ও হাজরাখালি বাজারে ১৩ টি পরিবার আশ্রয় নিয়ে বসবাস করছে। আশ্রিতদের সরকারিভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল থেকে আমাদের মাড়িয়ালায় প্রতিদিন ৮শ লিটার করে খাবার পানি দেয়া হচ্ছে।

