সমাজের আলো : মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১০ টার সময় সারা দেশের ন্যায় কলারোয়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। কলারোয়া উপজেলা চত্বর থেকে র্যালি শুরু করে কলারোয়া পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল আমিন নাহিদ, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার, কলারোয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক এস.এম জাকির হোসেন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের ছাত্র-ছাত্রী, বিভিন্ন গণমাধ্যম কর্মি ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ। সমগ্র অনুষ্টান পরিচালনা করেন সুজনের কলারোয়া শাখার সাধারন সম্পাদক মেহেদি হাসান।

