সমাজের আলো : খোরদো গ্রামের সামছুর রহমান এক স্ত্রী ৫কন্যা ২পুত্র রেখে মারা যায়।খোরদো মৌজার জেএল নং ১০৩ এসএ খতিয়ান নং ২১৬৭ ডিপি ৬৮১ এসএ দাগ নং ১৯৭২ হাল দাগ ৪৬৩১ খোরদো বাজারের বাপ দাদার পৈতৃক ৭ শতক জমির মধ্যে ৪শতক জমির একাংশে সামছুর দফাদারের পুত্র গোলাম কিবরিয়া (৫৫) ও গোলাম সরোয়ার পাশাপাশি ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। অর্ধেক অংশ দখল করে কিবরিয়া পাকা ঘর নির্মাণ করে একই গ্রামের মোসলেম দফাদারের পুত্র আলতাফ দফাদারের নিকট ঘর ভাড়া দিয়েছেন। গোলাম সরোয়ারের মৃত্যুর পরে পুত্র হত দরিদ্র হাফিজুর রহমান (২৫) জানায়, তার পিতার পৈতৃক সম্পত্তিতে পূর্বের দখল সূত্র ধরে বাঁশখুটি পুতে চায়ের দোকান ঘরটি নির্মাণ করা হয়। খোরদো গ্রামের মৃত রহমতুল্লাহ দফাদারের পুত্র রেজোয়ান দফাদারসহ সংঘবদ্ধ বাহিনী ১ জানুয়ারি সকাল ১১টার দিকে তার খরিদা সম্পত্তি দাবি করে দোকান ঘরটি ভাংচুর করেছে। দোকান ঘর, ভাংচুরের ঘটনায় ও সামছুর রহমানের পুত্রবধু, মৃত গোলাম সরোয়ারের স্ত্রী ফিরোজা খাতুন (৫০) বাদী হয়ে রেজোয়ানসহ ৫জনের নাম উল্লেখ করে দেয়াড়া ইউনিয়ান পরিষদের চেয়াম্যান ও পরে খোরদো পুলিশ ফাঁড়িতে ন্যায় বিচার প্রার্থনা করে ১টি লিখিত অভিযোগ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *