তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির তালা উপজেলার পক্ষ থেকে ক্যালেন্ডার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বদিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি,তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আবু তাহের, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান এবং সাবেক শিক্ষক নেতা শেখ শফিউল্লাহ প্রমুখ।

