সমাজের আলো :শ্যামনগরের মধুসুদনপুর খালের পানি ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে শালিসি বৈঠক ডাকেন ভুরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ জাফর আলম বাবু। শালিশ চলাকালে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রহমত মল্লিক (৬০) নামে একজন নিহত হয়েছেন ।এ হত্যাকান্ডকে কেন্দ্র করে এজাহার কেন্দ্রিক নাম রাখা না রাখা নিয়ে একটি চক্র লাখ লাখ টাকার বাণিজ্যে লিপ্ত হয়েছে।ঘটনার প্রকৃত নায়ককে আড়াল করতে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে রহমত মল্লিককে শ্যামনগর হাসপাতালে ভর্তি করার পরপরই কর্তব্যরত ডাক্তার আশিকুর রহমান তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা হাসপাতালে রেফার করার ব্যবস্থা করেন।কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান জাফরুল আলম বাবু এবং তার সঙ্গীরা গুরুতর আহত রহমত মল্লিককে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করিয়ে শ্যামনগর হাসপাতালে ভর্তি রাখেন। কোন পক্ষ মামলা না করতে পারে সেই চেষ্টায় ব্যস্ত থাকেন চেয়ারম্যান এবং তার সহযোগীরা।

প্রসঙ্গত শুক্রবার ( ২১ জানুয়ারি ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হাটখোলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে রহমত মল্লিকের মৃত্যু হয় । নিহত রহমত মল্লিক মধুসুদনপুর গ্রামের মৃত দিরাজতুল্লাহ মল্লিকের ছেলে ।এছাড়া আহতরা হলেন, মদুসুদনপুর গ্রামের মৃত নুরালী গাজীর আয়ুব আলী (৪৫), শফিকুল (৩৫), রফিকুল (৫০), জমাত আলী (৫৫) ও রেজাউল আলী (৪৭) ও রফিকুল গাজীর ছেলে আলামিন (২২) ও মিজানুর মল্লিকের ছেলে মিয়ারাজ (২৮)।

ভুরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, মধুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে বিরোধ ছিল । এজন্য দুইপক্ষকে নিয়ে মিমাংসার জন্য শালিস ডাকি । শালিসে বক্তব্য শুনানিকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় । এতে বেশ কয়েকজন আহত হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।ভুরুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার হোসেন আলী বলেন , ইরি ধান করার জন্য সমবায় সমিতির খালের পানি ব্যবহার নিয়ে বিরোধের বিচার চলাকালীন অবস্থায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । সেখানে আমি ও চেয়ারম্যান উপস্থিত ছিলাম । তারা সহনশীল হলে এই ঘটনা ঘটতো না ।

আহত আলামিন বলেন , খালটা নিয়ে বেশ কিছুদিন ঝামেলা চলছিল । চেয়ারম্যান উভয়পক্ষকে ডেকে বিচার করার সময় আমাদের উপর হামলা করা হয় । এতে আমার আব্বা এবং আমিসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছি।সিরাজপুর গ্রামের স্থানীয় কয়েকজন অধিবাসী জানান, নবনির্বাচিত চেয়ারম্যান তড়িঘড়ি করে শালিসটি না ডাকলে রক্তক্ষয়ী সংঘর্ষটি ঘটতো না।এ ধরনের সালিশ বৈঠক সাধারণত ইউনিয়ন পরিষদে করা হয়।উন্মুক্ত স্থানে এ ধরনের বৈঠক করলে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। শপথ গ্রহণ না করে নতুন চেয়ারম্যানের ঝুঁকিপূর্ণ বিচারের আয়োজন করায় একজন মানুষের করুণ মৃত্যু হলো।শ্যামনগর থানার পরিদর্শক ( তদন্ত ) কাজী শহিদুল ইসলাম জানান , সিরাজপুর হাটখোলায় শালিসে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে । ইতোমধ্যে নিহত রহমত মল্লিকের পরিবারের পক্ষ থেকে ২৬ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত ২৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে । এ মামলায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে । সাতক্ষীরা জেলা পুলিশের এডিশনাল এসপি সজিব খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *