সমাজের আলো : তালায় তিন সন্তানের জননী রাশিদা বেগম (৪৮) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরডাঙা গ্রামে। রাশিদা বেগম মাগুরডাঙা গ্রামের কাশেম সরদারের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, রাশিদা বেগম বহুদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। শনিবার রাতে নিজ ঘরে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। রবিবার সকালে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

