সমাজের আলো : খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামে শিক্ষক কর্তৃক শিশু ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় ওই ছাত্রকে পরিবারের লোকেরা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।ভুক্তভোগী সূত্রে জানাগেছে, শ্রীফলতলা গ্রামের বক্কার হুজুরের মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ মেহেদী হাসান গত ২২ জানুয়ারী বিকালে সাব্বির শেখ (১১) নামে এক ছাত্রকে তুচ্ছ ঘটনায় নির্মম ভাবে অমানুষিক নির্যাতন করে।

নির্যাতনের শিকার হয়ে একপর্যায়ে সে পালিয়ে তার গ্রামের বাড়ি আনন্দনগর চলে যায়। সেখান থেকে তার বাবা-মায়ের সাহায্যে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়।সে ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর মেঝোঝিলা নিবাসী মোঃ রউফ শেখের ছেলে। গত ৩ বছর যাবত ওই মাদ্রাসায় লেখাপড়া করে আসছে ।এ ব্যাপারে তার পরিবার নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান ও দায়ী মাদ্রাসা শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *