রবিউল ইসলাম শ্যামনগর প্রতিনিধি: সারাবিশ্বের ন্যয় আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও এমন কিছু সরকারি কর্মকতা রয়েছেন যারা তাদের কর্মযজ্ঞ দিয়ে জনগনের মনে আস্থার জায়গা করে নিয়েছেন।
এমনই একটা নাম সাতক্ষীরা কালিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। অত্যন্ত সৎ, মেধাবী, বিনয়ী, সদালাপী, দায়িত্ব ও কর্তব্যপরায়ন এ কর্মকর্তা ২০১৯ সালের ৩১ অক্টোবর কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
সেই থেকেই উপজেলাবাসীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। দিনরাত একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ছুটে চলেছেন। যেকোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।
তিনি যোগদনের পরপরই ১১ই নভেম্বর ঘূর্নিঝড় বুলবুল এই উপজেলায় আঘাত আনে। অনেক ক্ষয়ক্ষতি হয়। অনেক স্থানে বাঁধ ভেঙ্গে যায়। ঐ সময় সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছিলেন তিনি। বাঁধ নির্মানে দিয়েছিলেন সামনে থেকে নেতৃত্ব। দিয়েছিলেন খাদ্য সহায়তা।
বসতবাড়ি নির্মাণে সরকারি ও বেসরকারী এনজিও এর মাধ্যমে আর্থিক সহায়তা। এখানেই শেষ নয়। বর্তমান বৈশ্বিক প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধে নিয়েছেন সময়োপযোগী পদক্ষেপ।
উপজেলাব্যাপি মাইকিং, পোষ্টার-লিফলেট বিতরন, গনসংযোগ, সভা, সমাবেশ এর মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। বিভিন্ন ইউনিয়নে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণ করেছেন কোয়ারেন্টাইন। মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা, জনাসমগম রোধ, বিভিন্ন বাজার-মার্কেট এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা, জরিমানা আদায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা এক্সপার্ট টিম গঠন, প্রশিক্ষণ প্রদাণ, কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন, বহিরাগতদের বাড়িতে লকডাউন ঘোষনা সহ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা সত্যিই প্রশংসার দাবিদার।
করোনা সংক্রান্ত কোন অভিযোগ তার কাছে গেলেই তিনি কারো মুখাপেক্ষী না হয়ে নিজেই দ্রুত ছুটে যান সেখানে এবং অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তার কর্মপ্রচেষ্টার ফলে জেলার মধ্যে অদ্যাবধি এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। তার এ চেষ্টা তিনি অব্যহত রেখেছেন।
সাম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের সরকারী ও বেসরকারী আর্থিক সহায়তা প্রদাণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবেই জয় করেছেন সাধারন মানুষের হৃদয়। জনগনের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতিক হয়ে উঠেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *