সমাজের আলো : রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজিতে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যারা বিদেশে বসে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে তাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসঙ্গে যারা নেপথ্যে ইন্ধন দিচ্ছে তাদের ওপরও চলছে বিশেষ নজরদারি।চাঁদাবাজিতে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সামাজিক কিংবা রাজনৈতিক মানমর্যাদা বিবেচনা ছাড়াই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যারা এর শিকার হচ্ছেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাআইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, যাদের কাছে ফোন করে চাঁদা চাওয়া হচ্ছে তারা যেন আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানান। কারণ ভুক্তভোগীরা থানায় না এলে আইনগতভাবে এগোনো যায় না। এতে আবার অনেক চাঁদাবাজের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর অজানা থেকে যায়।সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে রাজধানীর সাতারকুল এলাকা থেকে একটি চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদেই তাদের কাছ থেকে জানা যায় বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসী—যারা পালিয়ে বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে চক্রটির। বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসীদের মদতে দেশে অপরাধ চালিয়ে যাওয়া চক্রটির কেউ কেউ আবার স্থানীয় রাজনীতিতেও সম্পৃক্ত।

গ্রেফতারকৃতদের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে উঠে এসেছে তিনটি নাম— ল্যাংড়া ইমন, নীরু ও জালাল চাচা। এদের মধ্যে ইমন ও জালাল চাচা বিএনপি এবং নীরু আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। দুবাই পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান ও তার ভাই শামীমকে নিয়মিত টাকা পাঠায় তারা। চাঁদা না পেলে সরাসরি গুলি করে বসে তারা। পরিবারের সদস্যদেরও অনেক সময় করা হয় জিম্মি। সন্ত্রাসী গ্রুপটি এখন কারাগারে। তবে তাদের আরও সদস্য পলাতক রয়েছে বলে জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।সূত্র বলছে, বিভিন্ন এলাকায় সম্প্রতি গড়ে উঠেছে বিভিন্ন ধরনের গ্রুপ। কিশোর গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা এসব গ্রুপে আছে। এরা এলাকাভিত্তিক নানা অপরাধে জড়িত। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মদতদাতা হিসেবে স্থানীয় প্রভাবশালীরাও জড়িত। তাদের প্রশ্রয়েই বেপরোয়া হয়ে উঠছে গ্রুপগুলো।ঢাকায় ঢোকার চারটি প্রবেশমুখ মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ী, শ্যামপুর—এসব এলাকা দিয়ে বিভিন্ন গণপরিবহন কিংবা পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে ব্যবসায়ীদের কাছে ফোন করে চাওয়া হচ্ছে চাঁদা। সময়মতো না পেলেই শুরু হয় হুমকি।রাজধানীর মিরপুরের শাহ ‌আলী কাঁচাবাজার সমিতির একজন নাম প্রকাশে অনিচ্ছুক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা যারা এখানে ব্যবসা করছি তারা প্রতিনিয়ত কয়েকটি গ্রুপকে চাঁদা দিতে বাধ্য হচ্ছি। আমাদের পণ্যবাহী গাড়ি রাজধানীতে ঢুকতেই চাঁদা দিতে হচ্ছে স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাকে।বাংলাদেশ পুলিশ সদর দফতরের ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মোহাম্মদ হায়দার আলী খান বাংলা ট্রিবিউনকে বলেন, যারা চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা যদি আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন তবে আমরা কাজ করতে পারি।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, চাঁদাবাজির অভিযোগে আমরা প্রথমে ছায়া তদন্ত করি। সম্প্রতি এর মাধ্যমে রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে যাত্রাবাড়ী ও মিরপুরসহ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে ইন্ধনদাতাদেরও তথ্য পেয়েছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *