সমাজের আলো : গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যুকে হত্যা বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। তার দাবি, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই চলতি মাসে একটি বাঘ ও ১১টি জেব্রার মৃত্যু হয়েছে।রবিবার দুপুরে সাফারি পার্ক পরিদর্শনে এসে তদন্ত কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এমন দাবি করেন।প্রাণীগুলোর মৃত্যুতে কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে এমন দাবি করে সংসদ সদস্য বলেন, পার্কে দায়িত্বশীল, কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারদের মধ্যে মতবিরোধ থাকায় দায়িত্বশীল ব্যক্তিরা একে অপরকে ফাঁসাতে জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে।তিনি বলেন, জেব্রাগুলো মারা যায়নি, এগুলোকে মেরে ফেলা হয়েছে। চলতি মাসে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছে যা গোপন রাখা হয়েছে। এটা কেউ জানে না। এত মূল্যবান প্রাণী মারা যাচ্ছে পার্ক কর্তৃপক্ষ তা গোপন করে যাচ্ছে।পার্কের হাতিদের জন্য বরাদ্দ করা খাবার সীমানা প্রাচীরের ভেতর থেকে পাচার হয়ে যায়। অবহেলাকারীদের দায়িত্বে রেখে তদন্ত কাজ সঠিক হবে না বলে মত প্রকাশ করেন তিনি।
এছাড়াও রবিবার সাফারি পার্ক পরিদর্শন করে জেব্রার মৃত্যুর কারণ উদঘাটনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দুপুরে পার্কে প্রবেশ করে তদন্ত কাজ শুরু করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *