সমাজের আলো : হবিগঞ্জের বাহুবল উপজেলার দুই নম্বর পুটিজুরী ইউনিয়নের তিন নম্বর সাধারণ ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ছিলেন মো. আনিছুর রহমান চৌধুরী কামাল। সোমবার (৩১ জানুয়ারী) সকাল ৮টায় তার নির্বাচনী এলাকায় শুরু হচ্ছে ভোট গ্রহণ। কিন্তু ভোটগ্রহণ শুরুর ১০ ঘণ্টা বাকি থাকতে মৃত্যুবরণ করলেন তিনি। রবিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার রাজসুরত গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।আনিছুর রহমান চৌধুরী কামাল বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে তিন নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। এ ওয়ার্ডের সাবেক নির্বাচিত সদস্যও ছিলেন তিনি। আনিছুর রহমান চৌধুরী কামাল মৃত্যুকালে স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

