রাকিবুল হাসান : শ‍্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতা ও মাদক সেবীদের তৎপরতা বেড়েই চলেছে। মাদকের উপর এদের কার্যক্রম সীমাবদ্ধ থাকছে না। সিঁধেল চুরি, চুরি, সিংকাটা সহ নানা অপরাধী কর্মকাণ্ড এসব মাদক বিক্রেতাদের ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে গত কয়েকদিন ধরে। গত ইউপি নির্বাচনের পরএই মাদকসেবী ও মাদক বিক্রেতা এখন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছে।উপজেলার বিভিন্ন ইউনিয়নকে অস্থিতিশীল করে তোলার জন্য বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির সদস্য ও চোরদের ভাড়া করা আনা হয়েছে বিভিন্ন ইউনিয়নে।এছাড়া সিঁধেল চুরি, চুরি, সিংকাটার মত ঘটনা ঘটছে। এসব ঘটনার সাথে মাদক ব্যবসায়ী, সেবী ও একটি প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ ব্যাপারে জানতে চাইলে শ‍্যামনগর থানর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি অভিযোগ ইতোমধ্যে আমরা পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদক বিক্রেতাও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। ওই কর্মকর্তা বলেন, অপরাধ সংগঠনের সাথে জড়িত যারা থাকুক না কেন আমরা তাদেরকে কোন ছাড় দিব না। বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে মাদক সেবীরা ও মাদক বিক্রেতারা উপজেলার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কাজ করে, সামাজিক শান্তি বিনষ্ট করার কাজে লিপ্ত রয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *